ঈশা খাঁ এক্সপ্রেস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গরীবের ট্রেন নামে খ্যাত ঈশা খাঁ এক্সপ্রেস। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই ট্রেন। বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে ঈশা খাঁ ট্রেনের চলাচল বন্ধ রয়েছে জানিয়েছেন ময়মনসিংহ স্টেশন সুপার জহুরুল ইসলাম।

তিনি বলেন, ঈশা খাঁ ট্রেনটি কমলাপুর থেকে ময়মনসিংহ চলাচল করতো। যাত্রাপথে ট্রেনটি গাজীপুর জেলা, নরসিংদী জেলা ও কিশোরগঞ্জ জেলাকে সংযুক্ত করতো। মিটারগেজ রেলপথে চলাচল করা এই ট্রেনটি যাত্রাপথে থাকা ৪১টি স্টেশনে যাত্রা বিরতি দিত। তাই গরীবের ট্রেন বলেই মানুষের কাছে এর পরিচিতি ছিলো।

ট্রেনটি ঢাকা থেকে ছাড়ত সকাল ১১টা ৩০ মিনিটে ও ময়মনসিংহে পৌঁছত রাত ৯টা ৪৫ মিনিটে। ময়মনসিংহ থেকে ছাড়ত দুপুর ২ টায় ও ঢাকা পৌঁছত রাত ১১টায়। ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

ময়মনসিংহ স্টেশন সুপার জহরুল ইসলাম সাংবাদিকদের জানান, রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ট্রেনটি বন্ধ করেছেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ট্রেনটি বন্ধ থাকবে বলে জানান তিনি। কি কারনে ঈশা খাঁ ট্রেন বন্ধ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কি কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বিষয়টি আমার জানা নেই।