ধোবাউড়ায় ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

কামরুল হাসান,ধোবাউড়া : সোমবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ জোনের অধীনে গোয়াতলা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ- ১ আসনের সংসদ সদস্য মিঃ জুয়েল আরেং। ভবনটি শীলা এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠান ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ করছে। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে স্কুল মাঠে আলোচনা সভা অনু্ষ্িঠত হয়।

এ ছাড়া ধোবাউড়ায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের উপলক্ষে প্রস্তুতি মূলক সভা উপজেলা পরিষদ হল রুমে অনু্ষ্িঠত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের মযমনসিংহ -১ হালুয়াঘাট -ধোবাউড়া আসনের সংসদ সদস্য মিঃ জুয়েল আরেং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,ভাইস চেয়ারম্যান আবুল ফজল,ভাইস চেয়ারম্যান(মহিলা) সেলিমা খাতুন, সহকারী কমিশনার( ভূমি) কাবেরী জালাল,অফিসার ইনচার্জ আলী আহাম্মেদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূঁইয়া, অধ্যক্ষ আব্দুল মোতালেব আকন্দ,অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমূখ।

পরে বিনা মূল্যে সোলার সিস্টেম কার্যক্রমের আওতায় সোলার বিতরণ উদ্বোধন করেন সংসদ সদস্য মিঃ জুয়েল আরেং।