কিশোরগঞ্জে চোলাই মদসহ ২৪জন মাদক বিক্রয় ও সেবনকারীকে সাজা

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদরের মোরগ মহল হরিজন পল্লী এলাকা থেকে ১০,০০০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ’সহ ২৪ জন মাদক বিক্রয় ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মোরগ মহল হরিজন পল্লী এলাকায় কতিপয় মাদক বিক্রয় ও সেবনকারী মাদক সেবন করছে।

উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক বিক্রয় ও সেবনকারী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মোঃ আল কামহ্ত মাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসানা দিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান’গণের নেতৃত্বে একটি আভিযানিক দল ০৮/০৩/২০২০ ইংতারিখ ১৯.৪৫ ঘটিকায়হতে ০৯/০৩/২০২০ ইংতারিখরাত ০১.০০ ঘটিকাপর্যন্তকিশোরগঞ্জ জেলারসদর থানাধীন মোরগ মহল হরিজন পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ শাহীন(২৯), পিতা-হাফিজ উদ্দিন, সাং-মুন্সিতাশ পুর, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ২। লিকু, পিতা-মৃতলাহু, সাং- তারাঘাট, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, ৩। ছিদ্দিক(৬৩), পিতা-মৃতনবী নেওয়াজ, সাং- চর শোলাকিয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ৪। জালাল(৬৫), পিতা-মৃত আঃ মোতালিব, ব্রাহ্মন কান্দি,থানা ও জেলা-কিশোরগঞ্জ, ৫। ইমান আলী(৫৪), পিতা-মৃত আঃ মজিদ, সাং-নগুয়া বাসস্ট্যান্ড, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ৬। মাসুদ(৪৫), পিতা-জিল্লু মিয়া, সাং-খরমপট্টি, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ৭। মোঃঅহেদ(২৫), পিতা-মোঃ দুলালমিয়া, সাং-বৌলাই, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ৮। বিন্দুশাহা(৩৫), পিতা-মৃতক্ষিতিশ চন্দ্র, সাং- বত্রিশনতুনপল্লী, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ৯। নূর ইসলাম(৩০), পিতা-মৃত শাহেদ আলী, সাং-মসুল্লী, থানা-নান্দাইল, ময়মনসিংহ, ১০। মোঃ মোশারফ হোসেন(৩২), পিতা-আবছার উদ্দিন, সাং- কাদিয়া তালতলা, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ১১। মোঃ মাসুদ রানা(৪৮), পিতা-আবুল কাশেম, সাং- ইসলামপাড়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ১২। মঞ্জিল(২৫), পিতা-মৃতআঃছিদ্দিক, সাং- বোয়ালিয়াতারাপাশা, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ১৩। মাহাতাব (৪১), পিতা-মোঃ জাহেদ মিয়া, সাং-গাইটাল, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ১৪। মোঃ আল-আমিন(৩০), পিতা-মৃত আঃ কাদির, সাং-তের হাগিয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ১৫। মোঃ আমিনুল ইসলাম(২৮), পিতা-মোঃ আঃ হেকিম, সাং-বড়মাপন, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ১৬। আল শাহরিয়া ডালিম(২২), সাং-পিতা মোঃ আমিনুল ইসলাম, সাং-বাগদিয়া তালতলা, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ১৭। মোঃ নাজু মিয়া(৩৫), পিতা-মোঃ আঃ আলী, সাং-জঞ্জল বাড়ি, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, ১৮। সোহবান মিয়া(৪০), পিতা-মৃত চান্দু মিয়া, সাং- বাবইকান্দি, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ১৯। হানিফ(২৪), পিতা-মোঃরঞ্জুমিয়া, সাং-বৌলাই, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ২০। মোঃআকাশ(২৫), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-দশছিড়া, থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ, ২১। ক্ষুদিরাম চন্দ্র সরকার(৩৫), পিতা-মৃত অশ্বীনী, সাং-নগরঞ্জল, থানা-তাড়াইল, জেলা- ময়মনসিংহ, ২২। মোঃ ইদ্রিশ মিয়া(৩০), পিতা-মোঃ সুরুজ মিয়া, সাং- বাগদিয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ, ২৩। মোঃ রেনুয়ার হোসেন(৫৪), পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং- রশিদা বাদ,থানা ও জেলা-কিশোরগঞ্জ, ২৪। আবুল কালাম(৫০), পিতা-মৃত শামছুল আলম, সাং-তেলীগ্রাম, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ’গণকে দেশীয় তৈরী চোলাই মদ বিক্রয় এবং পান করার সময় গ্রফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ১০,০০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেন এবং উদ্ধারকৃত ১০,০০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ নির্বাহী ম্যাজিস্ট্রেট’গণের এর সম্মুখে ধ্বংস করা হয়।

উক্ত আসামীদেরকে তাৎক্ষণিক ভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ১নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ২নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৩নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়েআরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৪নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৫নং আসামীকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৬নং আসামীকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৭নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৮নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৯নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১০নং আসামীকে ০১(এক)মাসের বিনাশ্রম কারাদন্ড ৫০০/-(পাঁচশত) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১১নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১২নং আসামীকে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৩নং আসামীকে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৪নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৫নং আসামীকে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৬নং আসামীকে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৭নং আসামীকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৮নং আসামীকে ০১(এক)মাসের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৯নং আসামীকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ২০নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ২১নং আসামীকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ২২নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ২৩নং আসমীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ২৪নং আসামীকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।