ধোবাউড়ায় র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

কামরুল হাসান ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে “বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়ে জাতীয় বীমা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে উপজেলা চত্ত্বর হতে র‌্যালিবের করা হয়।

র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জান সভাপতি হিসেবে বীমা সম্পর্কে বক্তব্য রাখেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) সেলিমা খাতুন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক ( তদন্ত) চাঁদ মিয়া, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এ পি ডি আব্দুস শহীদ লিটন ব্যপারী, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উপজেলা সমন্নয়কারী রফিকুল ইসলাম প্রমুখ।