গৌরীপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১১

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে (২৩ফেব্রুয়ারী) রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়া, সিআর, জি আর ভুক্ত আসামী সহ বিভিন্ন অপরাধে ১১জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোররহান উদ্দিনের তত্ত্বাবধানে আসামী গ্রেফতারের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। ওসি বোরহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন যে, বিশেষ অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন গৌরীপুর থানায় যোগদানের পর থেকে গৌরীপুর থানা এলাকায় আইন শৃংখলার উন্নতি সাধনে নিরলস কাজ করে যাচ্ছেন।