গৌরীপুরে নির্মানের সাত বছরেও সংস্কার হয়নি সড়ক, চলাচলের অযোগ্য দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০ কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগড় ইউনিয়নের গৌরীপুর টু শাহগঞ্জ সংযোগ সড়কের দারিয়াপুর হইতে তেলীহাটী বাজার ভায়া অষ্টগড় পর্যন্ত সংযোগ রাস্তায় ৫০০ মিটার রাস্তার পাকাকরন কাজের ২০১৩ সালের ২০শে ফেব্রুয়ারী আনুষ্টানিক ভিত্তি প্রস্থর স্থাপন করেন তৎকালীন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ)মুজিবুর রহমান ফকির এমপি। আই, আর, আই, ডি, পি, প্রকল্পের আওতায় গৌরীপুর এলজিইডি অফিসের বাস্তবায়নে পাকা সড়কটি নির্মান করেন ঠিকাধারী প্রতিষ্টান। যাহার চুক্তি মূল্য ২৪.৬৩.৩০০.০০ টাকা। রাস্তার কার্পেটিং করা পাথর উঠে গেছে অনেক আগেই এমনকি ইটের খোয়া ও বালি হয়ে মিশে যাচ্চে মাটির সাথে, অনেক জায়গায় নিচ দিকে ডেবে পড়ছে অনেক মাঝখানে উটের পিঠের হয়ে আছে। বর্তমানে এই রাস্তায় নির্মানের পর থেকে অদ্যবদি পর্যন্ত কোন খবর নেয়নি গৌরীপুর এলজিইডি অফিস এলাকারাসীর অভিযোগে জানা যায় দীর্ঘ সাত বছর আগে এই রাস্তাটি পাকাকরন করা হয়েছিল কিন্তু এর পরে আর কোন দিন কার্পেটিং করা হয়নি এক্ষেত্রে সরকারের এতটাকা নষ্ট করার কি দরকার ছিল? বর্তমানে এই রাস্তা দিয়ে রিক্সা বা অটোরিক্সা তো দুরের কথা পায়ে হেঁটে গেলেও দুর্ঘটনার শিকার হতে হয়। অনেকেই মাটির রাস্তা ছিল অনেক ভালই ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ গ্রামের এক মহিলা জানান আমার মেয়েকে গর্বভতী অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাস্তার কি হয়েছে লোক সমাজে কি ভাবে বলব।তিনি বলেন তবে আমার মেয়ের মত অন্য কারও মেয়ের যেন না হয়। এ বিষয়ে গৌরীপুর উপজেলা প্রকৌশলী আবু সালেহ আব্দুল ওয়াহেদ জানান এই রাস্তা সংস্কারের প্রস্তাবনা পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে অসহায়দের পাশে ছাত্রলীগ নেতা কামাল গৌরীপুরে ছুরিকাঘাতে নবম শ্রেনীর ছাত্র খুন গৌরীপুরে খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ ১২০ জনকে সহায়তা প্রদান গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন গৌরীপুরে পৌরসভার উদ্যোগে ২য় পর্যায়ে শিশু খাদ্য বিতরণ গৌরীপুরে বিদ্যুতের কন্ট্রোল রুমে শ্রমিক অগ্নিদগ্ধ গৌরীপুরে ২৯৪ জনের মাঝে বিভিন্ন ভাতাবহি বিতরণ গৌরীপুরে খাদ্য সহায়তা পাবে ৬৩ হাজার পরিবার গৌরীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত গৌরীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন গৌরীপুরে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেলো ১০জন তরুণ-তরুণী SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরেচলাচলের অযোগ্যনির্মানের সাত বছরেওসংস্কার হয়নি সড়ক