গৌরীপুর বিদ্যুত অফিসে অগ্নিদগ্ধ বিদ্যুৎকর্মী হবি’র অবস্থা সংকটাপন্ন

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

কমল সরকার’ গৌরীপুর : শুক্রবার (১৭ জুলা) গৌরীপুর পিডিবি’র আবাসিক প্রকৌশীর কন্ট্রোল রুমে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সর্ট সার্কিট থেকে অগ্নিদগ্ধ বিদ্যুৎকর্মী হবির অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। যে কারনে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানান আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কুন্ডু। এর পর তার হার্টের সমস্যাও আশংকাজনক ভাবে বেড়ে যায় বলে তার ছেলে ফেরদৌস নিশ্চিত করেন।

সংকাটাপন্ন হবির জন্য দোয়া চেয়েছেন তার পরিবারসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। উল্লেখ্য শুক্রবার (১৭ জুলাই) দুপুরে গৌরীপুর পিডিবি’র কার্যালয়ের কন্ট্রোল রুমে রক্ষণাবেক্ষন কাজ চলাকালীন সময় শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে বিদ্যুৎ কর্মী হাবিবুর রহমান হবি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। তার শরীরের ৪৫% শতাংশ পুড়ে গেছে। এসময় হবিকে উদ্ধার করতে গিয়ে আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কুন্ড আহত হয়েছেন বলে জানা গেছে।