গৌরীপুর সরকারী কলেজ অভ্যন্তরে প্রাচীন স্থাপনা না ভাঙ্গার দাবী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ কমল সরকার,গৌরীপুর ঃ ময়মনসিংহের উত্তরজনপদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গৌরীপুর সরকারি কলেজের নতুন ভবন নির্মাণের নামে জমিদার আমলে নির্মিত প্রাচীন ভবন ভাঙা বন্ধের দাবি জানিয়েছেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির এ দাবি জানান। তারা বলেন, সরকারি কলেজের পর্যাপ্ত জমি থাকলেও একটি ভবন করতে আরেকটি প্রাচীন ভবন ভাঙা অযৌক্তিক এবং ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা আরো বলেন, ইতোমধ্যে সরকারি কলেজ দেখতে হাজার হাজার দর্শনার্থী আসেন। কিন্তু পরিকল্পিতভাবে গৌরীপুর ইতিহাস আর ঐতিহ্য ধ্বংসের পায়তারা চলছে। সরকারি কলেজের ঐতিহ্যবাহী ভবন ভাঙা তারই একটি অংশ। অবিলম্বে ভাঙন বন্ধের দাবি জানান নেতৃব্রন্দ ও গৌরীপুরের শিÿানুরাগী ও সুধীজন। সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, তাঁর নিজস্ব ফেসবুকে লিখেছেন ‘ গৌরীপুর সরকারি কলেজের নতুন ভবন নির্মানের জন্য কলেজ প্রতিষ্ঠার পর থেকে কমনরুম হিসেবে ব্যবহৃত ঐতিহাসিক স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে, যা কোন অবস্থাতেই কাম্য নয়। কলেজের ভবন নির্মাণের জন্য কলেজের একরের পর একর জায়গা খালি অথবা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেসব স্থানে নতুন ভবন নির্মাণ করে ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ এ কক্ষটির অবকাঠামো অপরিবর্তিত রেখে সংস্কার করা সম্ভব। প্রাচীন অবকাঠামো না ভাঙ্গার জন্য তিনি গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দাবি জানিয়েছেন। এ ছাড়া ভবনটি না ভাঙ্গার জন্য গণযোগাযোগ মাধ্যম ফেসবুকে স্যাটাস দিয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, স্থানীয় রাজ গৌরীপুর পত্রিকার প্রকাশক আবু কাউছার চৌধুরী রন্টি, সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, প্রেক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক শামীম খান, মানবাধিকার সংস্থা গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, সাংবাদিক আজম জহিরুল ইসলাম, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, রায়হানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, সাংবাদিক কাজী আব্দুলøাহ আল-আমিনসহ আরো অনেক সুধীজন। Share this:FacebookX Related posts: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় গৌরীপুরে তিথী হত্যার বিচারের দাবিতে আইডিয়াল কিন্ডার গার্টেনের বিক্ষোভ গৌরীপুরে শিশু ছেলের সাথে খেলা নিয়ে ঝগড়া, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার গৌরীপুরে বিতর্কিত শিক্ষক ও তার ২ সহযোগী ইয়াবাসহ গ্রেফতার গৌরীপুর গণপাঠাগারের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন গৌরীপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ গৌরীপুর স্যানিটারি ইন্সপেক্টর কর্মস্থলে না এসেই বেতন-ভাতা ভোগ করছেন গৌরীপুর ওসি’র ফেসবুক স্ট্যাটাসে সন্তানকে খুঁজে পেলো মা-বাবা গৌরীপুর ডৌহাখলা ইউনিয়নে ২১১জন অসহায়দের মাঝে ভাতাবহি বিতরণ গৌরীপুর বিদ্যুত অফিসে অগ্নিদগ্ধ বিদ্যুৎকর্মী হবি’র অবস্থা সংকটাপন্ন গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা গৌরীপুর পৌরসভার পক্ষে লাইসেন্স পরিদর্শক আতাউর রহমানকে সংবর্ধনা SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরনা ভাঙ্গার দাবীসরকারী কলেজ অভ্যন্তরে্প্রাচীন স্থাপনা