খাগড়াছড়িতে বিনম্র শ্রদ্ধায় ২১ ফেব্রুয়ারী উদযাপন

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

আব্দুর রহিম, জেলা প্রতিনিধি খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়িতে সারা দেশের ন্যায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযত মর্যাদায় উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলার অধিনস্ত উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংবাদিক সংগঠন ও সর্বস্তরের জনসাধারণ রাত ১২.১ মিনিটে শহীদ স্মরণে শহীদ মিনার গুলোতে পুষ্পস্তবক অর্পন করেন।

২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসার সাথে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এরপর সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমাসহ বিভিন্ন সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ বেদী সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

সকালে প্রভাত ফেরীতে নামে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্কুল, কলেজ, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনতার ঢল। দিবসটি উপলক্ষে সবধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে শহীদ মিনার গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন