দেবীগঞ্জে জাতীয় খাদ্য নিরাপদ দিবস পালিত

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: “সবাই মিলে হাত মিলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জাতীয় খাদ্য দিবস পালিত হয়েছে।
২ ফেব্রুয়ারি (রবিবার) সকালে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে জাতীয় খাদ্য দিবস পালন উপলক্ষে এক বর্ণাঢ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালীতে উপজেলা চেয়ারম্যান আব্দুল মালক চিসতি, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সলিমিুল্লা, উপজেলা কৃষি অফিসার শামিম ইকবাল, উপজেলা মৎস অফিসার, উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য গুদাম, উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম আজম, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশনেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় খাদ্য নিরাপদ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আব্দুল মালক চিসতি এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

এ সময় উপজেলা প্রশাসন থেকে বলা হয় আগামী দিনে পুলিশ প্রশাসনের সহায়তায় ভেজাল বিরোধী অভিজান অব্যাহত থাকবে। যাতে করে সকল ভোক্তা নিরাপদ খাদ্য ক্রয় করতে পারে। কোন অবস্থাতেই বিএসটির সনদ ব্যাতিত কোন খাদ্য বাজারে বিক্রয়য় করা যাবে না। তাই আমাদের সকলের সচেতন ও সজাগ থাকতে হবে। ভেজাল খাদ্যের সন্ধান পাওয়া গেলে, উপজেলা প্রশাসনকে অবগতি করলে তাৎক্ষনিক অভিজান পরিচালনা করা হবে।