মুক্তিযুদ্ধে ব্যবহৃত রাইফেলের পরিত্যাক্ত ১১৫ রাউন্ড গুলি হস্তান্তর

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

অনলাইন ডেস্ক ; টয়লেটের সেফটি ট্যাঙ্ক থেকে ২১ মাস আগে উদ্ধার হওয়া মুক্তিযুদ্ধে ব্যবহৃত থ্রি নট থ্রি রাইফেলের পরিত্যক্ত ১১৫ রাউন্ড গুলি কুড়িগ্রাম জেলার উত্তরবঙ্গ জাদুঘর এবং পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংগ্রহশালা ও গ্রন্থাগারে সংরক্ষণের জন্য জমা দিয়েছে নাগেশ্বরী থানা পুলিশ।

কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে শনিবার সন্ধ্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় বোর্ড অব ট্রাস্টি উত্তরবঙ্গ জাদুঘরের চেয়ারম্যানের হাতে ৭১ রাউন্ড গুলি তুলে দেন এস.আই সুভাষ চন্দ্র রায়। বাকী ৪৪ রাউন্ড গুলি পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংগ্রহশালা ও গ্রন্থাগারে সংরক্ষণের জন্য দেয়া হয়।

উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টি উত্তরবঙ্গ জাদুঘরের চেয়ারম্যান কুড়িগ্রাম জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটার আব্রাহম লিঙ্কন, উত্তরবঙ্গ জাদুঘরের ট্রাস্টি সহকারী অধ্যাপক নাজমুন্নাহার সুইটি, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এ্যাড. আহসান হাবিব নিলু, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর, ওসি তদন্ত পলাশ চন্দ্র মন্ডল প্রমুখ।

জানা যায়, গত ২০১৯ সালের ২২ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা ধনীরপাড় গ্রামে একটি পায়খানার সেফটি ট্যাংকের জন্য গর্ত করার সময় শ্রমিকরা থ্রি নট থ্রি রাইফেলের ১১৫ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পরে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এতদিন সেগুলো নাগেশ্বরী থানার মালখানায় সংরক্ষণে ছিল। এগুলোর ঐতিহাসিক মূল্য রয়েছে বিবচেনায় গত ২০২০ সালের ২২ ডিসেম্বর নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ স্মারক নং ৩২৮৪ মোতাবেক কোর্ট ইন্সপেক্টর, কুড়িগ্রাম এর মাধ্যমে এই আলামতগুলি নতুন প্রজন্মের কাছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত স্মারকচিহ্ন হিসেবে উপস্থাপনের নিমিত্ত কুড়িগ্রাম জেলার উত্তরবঙ্গ জাদুঘর এবং পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংগ্রহশালা ও গ্রন্থাগারে সংরক্ষণের নিমিত্ত জমা দানের আবেদন করেন। এর প্রেক্ষিতে এ বছরের ৪ জানুয়ারী কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদুল ৭১ রাউন্ড কুড়িগ্রাম জেলার উত্তরবঙ্গ জাদুঘর এবং ৪৪ রাউন্ড গুলি পুলিশ বীর মুক্তিযোদ্ধা সংগ্রহশালা ও গ্রন্থাগারে সংরক্ষণের জন্য জমা দিতে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জকে আদেশ দেন।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, আদালতের আদেশে উদ্ধার হওয়া পরিত্যাক্ত ১১৫ রাউন্ড গুলি জাদুঘর ও সংগ্রহশালায় দেয়া হয়েছে।