কুড়িগ্রামে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা ট্রাক, ট্যাংক-লড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতি।

রোববার সকালে শহরের ঘোষপাড়া এলাকায় ৩ শতাধিক শ্রমিকের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ট্রাক, ট্যাংক-লড়ি ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আলহাজ্জ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলালসহ মালিক ও শ্রমিক সমিতির অন্যান্য নেতারা। খাদ্য সহায়তার মধ্যে ছিল, চাল, ডাল, আলু, তেল ও লবন।