পঞ্চগড় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বধোন উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসক ডঃ সাবিনা ইয়াসমিন এর সংবাদ সম্মেলন।
২১ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।পঞ্চগড় জেলা প্রশাসক ডঃ সাবিনা ইয়াসমিন সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষ্যে, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের পাকা ঘর নির্মান করে দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে পঞ্চগড়ে ১০৬৮ টি পাকাঘর নির্মান করা হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জানুয়ারী শনিবার সকালে ভিডিও কানফান্সের মাধ্যমে সারা দেশে এসকল ঘর উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি পঞ্চগড় জেলার প্রতিটি উপজেলায় বড় পর্দায় প্রদর্শন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গৃহহীনদের মাঝে ঘর ও দলিল হস্তান্তর করা হবে। উপজেলা নির্বাহী অফিসারগণ এসকল ঘরের চাষি হস্তান্তর করবেন।

এদিকে প্রধান মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিবেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি। উদ্বোধনী সভা শেষে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি দেবীগঞ্জ উপজেলার ভুমিহীন ও গৃহহীনদের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করবেন।