উলিপুরে ট্রাক ড্রাইভারকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের উলিপুরে ট্রাকে উপর ত্রিপল দিয়ে ঢেকে ঝুকি নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক ড্রাইভার, হেলপারসহ ৮ ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ট্রাক চালকের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যামান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর-রাজারহাট সড়কের বকুলতলা নামকস্থানে ঢাকা থেকে আসা একটি ট্রাকসহ চালক মন্জু মিয়া ও হেলপার হামিদুর রহমানকে আটক করেন। পরে ট্রিপল দিয়ে ঢাকা অবস্থায় থাকা ট্রাকটি তল্লাশী করলে শিমুল মিয়া, রুবিনা আক্তার, সিদ্দিকুর রহমান, টিপু মিয়া, বিজু মিয়া ও জাহিদুল ইসলাম নামের আরো ৬ যাত্রীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে করোনা পরিস্থিতিতে সরকারী নির্দেশনা অমান্য করে ঝুকি নিয়ে যাত্রী পরিবহনের অপরাধে ট্রাক চালক মন্জু মিয়ার ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আটক যাত্রীদের সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণের মাধ্যমে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার শর্তে ছেড়ে দেয়া হয়।

আটক যাত্রীরা জানান, আরো ১৫/২০ জন যাত্রীসহ তারা ট্রাকে রাখা বিভিন্ন ফার্নিচারের ভিতর বসে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে তাদের সাথে আসা বাকি যাত্রীরা সড়কের বিভিন্ন স্থানে নেমে যায়।