ফুলবাড়ী সরকারি কলেজের জায়গা দখল মুক্ত করতে সংঘর্ষ, প্রভাষকসহ আহত ৪

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ীতে জায়াগার মালিকানা দাবিকে কেন্দ্র করে সরকারী কলেজ কর্তৃপক্ষের সাথে মহিলা কউন্সিলারের লোকজনের মধ্যে সংঘর্ষে প্রভাষকসহ আহত ৪ জন।

বুধবার দুপুরে বিতর্কিত জায়গায় পৌরসভার মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে কলেজের কয়েকজন শিক্ষক প্রাচীর নির্মাণে বাঁধা দিলে মহিলা কাউন্সিলরের লোকজন প্রতিরোধে দর্শণের প্রভাষক মোঃ এরশাদ আলীসহ ৪ জন আহত হন।

এদিকে কলেজের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ ও প্রভাষকে পিটিয়ে আহত করার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেলের নেতৃত্বে শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করলে দিনাজপুর-ঢাকা মহাসড়কের দুই পাশে রাস্তায় অসংখ্য গাড়ি আটকা পড়ে এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে ফুলবাড়ী প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যহার করে।