গৌরীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০ কমল সরকার “গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধি : সারাদিনের কাজের ক্লান্তির পর সামান্য শীতের কাপড় মুড়িয়ে নিজের ঘরে শুয়ে থেকে কোনোমতে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষগুলোর।এসময় কনকনে শীত উপেক্ষা করে দরিদ্র মানুষের পাশে দাড়ালেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাশার। বৃহস্পতিবার (৩০জানুয়ারী) বিকেলে অচিন্তপুর ইউনিয়নের লংকাখোলা গ্রামে অচিন্তপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলামের বাড়িতে এ কম্বল বিতরণ অনুষ্টানের আয়োজন করা হয়। শীতে কাবু হওয়া দরিদ্র মানুষেরা কম্বল পেয়ে খুবই খুশি। এসময় দরিদ্র জনগণ জেলা পরিষদ সদস্য খায়রুল বাশারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের জানান, জেলা পরিষদের পক্ষ থেকে ১১৫টি কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আরো কম্বল বিতরণ করা হবে। এসময় তিনি প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাশার,অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাংবাদিক শাহজাহান কবির, সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুজ্জামান গোলাপ, যুবলীগ নেতা হাবিবুর রহমান লিটন, আব্দুল্লাহ আল মামুন উপজেলা,শ্রমিকলীগের সভাপতি খায়রুল ইসলাম ‘ছাত্রলীগ নেতা লিংখন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । Share this:FacebookX Related posts: গৌরীপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় গৌরীপুরে তিথী হত্যার বিচারের দাবিতে আইডিয়াল কিন্ডার গার্টেনের বিক্ষোভ গৌরীপুরে শিশু ছেলের সাথে খেলা নিয়ে ঝগড়া, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার গৌরীপুরে বিতর্কিত শিক্ষক ও তার ২ সহযোগী ইয়াবাসহ গ্রেফতার গৌরীপুর গণপাঠাগারের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদে ক্ষুব্দ গৌরীপুরের রাইস মিল মালিকরা গৌরীপুরে পুকুর বেদখল: গ্রাম আদালতে মামলা গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা গৌরীপুর পৌরসভার পক্ষে লাইসেন্স পরিদর্শক আতাউর রহমানকে সংবর্ধনা SHARES Matched Content দেশের খবর বিষয়: কম্বল বিতরনগৌরীপুরশীতার্তদের