জেলের জালে ধরা পড়লো ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ধরা পড়লো ১০ মণ ওজনের বিশাল শাপলা পাতা মাছ। শুক্রবার সকাল ১০টার দিকে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটার বিএফডিসি ঘাটে এ মাছটি নিয়ে আসে জেলেরা। এত বড় মাছটি এক নজর দেখার জন্য সাধারণ উৎসুক মানুষ ভীর জমায়।

ভোর রাতে বলেশ্বর নদের পদ্মা এলাকায় জেলেদের গোভ জালে বিশাল দেহের মাছটি ধরা পরে। পরে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রির জন্য নিয়ে এলে ফিস স্টোরের সত্বাধীকারী মো. হানিফা প্রায় লাখ টাকায় সেটি ক্রয় করে।

মো. হানিফা জানান, সকালে মাছটি বিক্রির জন্য মৎস্য ঘাটে নিয়ে এলে জেলেদের কাছ থেকে ক্রয় করেছি। আমরা বিকেলে এই মাছটি কেটে প্রতি কেজি ৩৫০ টাকা দরে বিক্রি করার জন্য বাজারে মাইকিং করেছি। এতে ৩৫ হাজার টাকা লাভ হবে। লেবার খরচ শেষে আমাদের প্রায় ১৫ হাজার টাকা লাভ হবে।