কাউখালীতে ৩২০ কেজি জাটকা জব্দ

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে ৩২০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।মঙ্গলবার সকালে জব্দকৃত জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এর আগে বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাত ১১টা ২০ মিনিটের দিকে কুয়াকাটা থেকে সাতক্ষিরাগামী মীম জন নামের একটি যাত্রীবাহী বাসে অভিযানে চালিয়ে ওই জাটকা আটক করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষণ পাল উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের পেটি অফিসার মো. স্বপন জানান, যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩২০ কেজি জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ১২ হাজার টাকা।