কুড়িগ্রামে ১০২ বোতল ফেন্সিডিলসহ আটক ১

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০২ বোতল ফেন্সিডিল ও ৩৬০ টি কোয়েল পাখির ডিমসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৮ টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথি থেকে তাকে আটক করা হয়।

আটক মফিজুল ইসলাম (৫২) পৌরসভার ২ নং ওয়ার্ড মালভাঙ্গা গ্রামের আছর উদ্দিনের ছেলে।

পুলিশের তথ্যানুযায়ী, শুক্রবার রাত সাড়ে ৮ টায় তারা আলেপের তেপথিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আলেপের তেপথি বাজারের পাশে নাখারগঞ্জ-আলেপের তেপথি সড়কে শিশির ফার্মেসীর সামন থেকে অটো মিশুক থামিয়ে মফিজুল ইসলামকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১০২ বোতল ফেন্সিডিল ও ৩৬০ টি কোয়েল পাখির ডিম। জব্দ করা হয় অটো মিশুকটি।পরে তার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় ধারা-৩৬ (১) সারণির ১৪ (গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়। মামলা নং-২৩/৩৩৪, তাং-২২/১২/২০২৩ ইং। শনিবার তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার সরকার এর সত্যতা নিশ্চিত করেন।