ফেন্সিডিলসহ নারী সাংবাদিক ও তার স্বামী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মে ১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরে ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ কথিত নারী সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি ও তার স্বামীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।শনিবার সকালে উপজেলার বলাহার বাজার নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আজিম উদ্দিন জানান, মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বলাহার বাজারে অবস্থান নেয়। এসময়য় হিলি থেকে মোটরসাইকেল যোগে বগুড়া যাবার পথে বলাহার বাজারে গাড়িটিকে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেয়। এসময় তারা মোটরসাইকেলটি না থামিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করে। এসময় তাদের কাছ থেকে ব্যাগে মোড়ানো ১শ ৩৫ বোতল ফেন্সিডিল জব্দ করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে। আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে মুন্না বিহারী (৪০) ও তার স্ত্রী কথিত সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি (৩৫)। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে ৩ মাদকব্যবসায়ীসহ আটক-৭ পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪১ জন গ্রেফতার খাটের নিচ থেকে টিসিবির বিপুল পরিমাণ সোয়াবিল তেল উদ্ধার, আটক ২ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার শ্যামলীতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফেনসিডিলসহ দুই নারী আটক হিলিতে ৪০ হাজার গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে ছিনতাইকারী আটক স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী আটক কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ২ নওগাঁয় ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক SHARES Matched Content অপরাধ বিষয়: নারী সাংবাদিকফেন্সিডিলসহস্বামী আটক