বিএনপি সন্ত্রাসী দল: শেখ হাসিনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩ অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল, তাদের হাতে দেশ নিরাপদ নয়। তারেক রহমানের হুকুমে যারা আগুন সন্ত্রাস করছে, তাদেরকে পাপের ভাগীদার হতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শনিবার (২৩ ডিসেম্বর) ছয় জেলায় আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।জেলাগুলো হলো- কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরগুনা, নেত্রকোণা, রাঙ্গামাটি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাবা-মাসহ সব হারিয়ে দেশে ফিরে এসেছি মানুষের জীবনমান উন্নত করতে, দেশ উন্নত করতে। ঘোষণা দিয়েছিলাম, এ দেশের মানুষই আমার পরিবার। তাদের জন্যই আমি নিজেকে উৎসর্গ করেছি। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কারণেই ঢাকা থেকে ছয়টি জেলার জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে মতবিনিময় করতে পারছি। এদিকে, আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সফর করবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটানো হবে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। ওইদিন বিকাল ৩টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ এবং মাদারীপুর জেলা সফর করবেন আওয়ামী লীগ প্রধান। এদিন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসন নিজের নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন বঙ্গবন্ধুকন্যা। এছাড়া এদিন মাদারীপুর-৩ আসনেও আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা। আগামী ১ জানুয়ারি রাজধানী ঢাকায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। Share this:FacebookX Related posts: ‘বিএনপি বাংলাদেশের ক্ষতি করেছে, মেরামত করেছেন শেখ হাসিনা’ শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০-এর লোগো উন্মোচন শেষ ধাপের পৌর নির্বাচনে আ.লীগ ২৭, বিএনপি ১ স্বতন্ত্র ২টিতে জয়ী ফিলিস্তিনকে ৮০ কার্টন ওষুধ দিলো বিএনপি দুই মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া বিএনপি অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলে মরিয়া: ওবায়দুল কাদের বিএনপি ঘোমটা পরে নির্বাচনে আসবে: ওবায়দুল কাদের ৭ মে শেখ হাসিনা না ফিরলে দেশে গণতন্ত্রও ফিরতো না: তথ্যমন্ত্রী খেলাধুলা-শরীরচর্চায় মেধার বিকাশ হয়: শেখ হাসিনা ষড়যন্ত্র নির্ভর রাজনৈতিক দল বিএনপি: ওবায়দুল কাদের ‘শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন’ বিএনপি আবারো আগুন সন্ত্রাসের দিকে ধাবিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ‘শেখ হাসিনাবিএনপিসন্ত্রাসী দল