ফেন্সিডিলসহ আটক মাদক কারবারী জেল হাজতে

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মে ৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ আটক এক মাদক কারবারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত মাদক চোরাকারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তঘেষা কাশিপুর ইউনিয়নের শ্যামপুর নামাটারী এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নুর আলম (৩২) উপজেলার সীমান্তঘেষা কাশিপুর ইউনিয়নের শ্যামপুর নামাটারী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে ওই মাদক চোরাকারবারীর বাড়িতে অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইন-চার্জ (ওসি) ফজলুর রহমান।