ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ আটক ব্যবসায়ী কারাগারে

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ আটক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ বাদি হয়ে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

এর আগে সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালকু শিমুলবাড়ী (মিয়া পাড়া) এলাকায় নাওডাঙ্গা বকুলতলা বাজার থেকে মিয়াপাড়া বাজার গামী পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আনোয়ার হোসেন ওরফে ভুট্টু (৩৫) কৃষ্ণানন্দবকসি গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভুট্টুকে ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ৭৩ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, ভুট্টুর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।