মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

অনলাইন ডেস্ক : মাদারীপুরের শিবচরে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের সবার নামেই দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার দিবাগত রাতে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী এলাকা থেকে ওই ডাকাত সদস্যদের আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, ধারালো ছেনদা, লোহার তৈরী ছোরা, স্টিলের পাতের কুড়াল, এসএস পাইপ, লোহার রড জব্দ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী এলাকায় ধলু ডাকাতের নেতৃত্বে ১০ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের একাধিক টিম কাঠালবাড়ী এলাকায় অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সর্দার ধলু জমাদ্দার, আরব আলী হাওলাদারসহ বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে ছয় ডাকাত সদস্যকে আটক করে।

পুলিশ এসময় ডাকাতদের বহনকারী ভ্যানের তলায় তৈরিকৃত অভিনব পকেট থেকে রাম দা, ড্যাগার, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র ও তালা কলাপশিকল গেট কাটার সামগ্রী উদ্ধার করে।

আটককৃতরা হলো, রাজশাহী জেলার বাঘা থানার দেবত্তর বিনোবপুর গ্রামের বাসিন্দা মাহাবুবুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানার জসলদিয়া গ্রামের বাসিন্দা আবুল কালাম কাজী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের জুলহাস বেপারী কান্দি গ্রামের বাসিন্দা মিরাজ হাওলাদার, একই এলাকার সাহেব আলী বেপারী কান্দি গ্রামের বাসিন্দা বাসিন্দা সুখচান হাওলাদার, কাঠালবাড়ী জুলহাস বেপারী কান্দি গ্রামের বাসিন্দা আকাশ ওরফে আরিফ হাওলাদার ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নুরপুর গ্রামের বাসিন্দা মশিউর বেপারী।

এব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান জানান, ‘ডাকাতির প্রস্তুতিকালে ছয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতদের সোমবার দুপুরে আদালতের প্রেরণ করা হয়েছে।’