মাদারীপুরে জেএমবির সদস্য আটক

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে খোকন মিয়া (২৭) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল।

এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। রবিবার বিকালে রাজৈর উপজেলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খোকন মিয়া রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের ঘোষালকান্দি গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।

র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার (সিনিয়র) এএসপি মুকুর চাকমা সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জঙ্গী ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে র‌্যাব ৮ কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেএমবির সক্রিয় সদস্য খোকন মিয়াকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় গমন করে গোপণ মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলেও স্বীকার করে। এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।