পুলিশ পরিচয়ে ছিনতাই, লাখ টাকাসহ আটক ৬

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : ঢাকার ধামরাইয়ে পুলিশ পরিচয়ে মন্তোস সাহা নামে এক ব্যবসায়ীকে জিম্মি করে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ছিনতাই করা ২ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে কালামপুর-সাটুরিয়া সড়কের জালসা বউ বাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটককৃতরা হলো- ব্যবসায়ী মন্তোষ সাহার ব্যক্তিগত পিকআপ চালক আকাশ মিয়া, কর্মচারী হাবিবুর রহমান, কোরবান আলী, শরিফ হোসেন, নুরুল ইসলাম ও গোলক সূত্রধর।

ভুক্তভোগী ব্যবসায়ী মন্তোষ সাহা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামের শৈলেন্দ্র কুমার সাহার ছেলে। তিনি সাটুরিয়া বাজারে দীর্ঘদিন ধরে জর্দ্দা ও কয়েলসহ বিভিন্ন ধরনের মালামাল বিক্রী করে আসছেন।

থানা পুলিশ জানায়, ব্যবসায়ী মন্তোষ সাহা বৃহস্পতিবার বিকেলে সাভারে পাইকারী দরে জর্দ্দা ও কয়েল বিক্রি করে সাত লাখ টাকা নিয়ে তার নিজস্ব পিকআপ ভ্যানে সাটুরিয়া ফিরছিলেন। তাদের পিকআপ ভ্যানটি কালামপুর-সাটুরিয়া সড়কের জালসা বউবাজার ব্রিজের কাছে পৌঁছলে একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড দেয়। এসময় ছিনতাইকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী মন্তোষ সাহাকে মাইক্রোবাসে তুলে নেয় এবং মোটরসাইকেলে থাকা ছিনতাইকারী পিকআপ ভ্যানের চালক আকাশ ও ব্যবসায়ী মন্তোষ সাহার কর্মচারী হাবিবুর রহমানকে পিটিয়ে পিকআপে থাকা ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ব্যবসায়ী মন্তোষ সাহাকে জালসা বউবাজার থেকে দক্ষিণে বেলিশ্বর সড়কের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কর্মচারীদের পরিকল্পনায় ব্যবসায়ী মন্তোষ সাহার সাত লাখ টাকা ছিনতাই হয়। এঘটনায় তার পিকআপ চালক আকাশসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের দুই লাখ ৬২ হাজার টাকা ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। অন্য আসামীদের আটকে অভিযান অব্যাহত আছে।