মাদারীপুরে ভুয়া মেজর আটক

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

নিউজ ডেস্কঃ মাদারীপুরে ভুয়া পরিচয় দেয়া মেজর ও র‌্যাব কর্মকর্তা মো. রকিবুজ্জামানকে আটক করেছে র‌্যাব-৮। রোববার রাত ১১টায় রাজৈর উপজেলার টেকেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।র‌্যাব জানায়, বিভিন্ন সময় মো. রকিবুজ্জামান নিজেকে সেনাবাহিনীর মেজর এবং বর্তমান র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে এলাকার সাধারণ জনগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন।

লোকজন দীর্ঘদিন তাকে র‌্যাব-৮ এ কর্মরত অফিসার বলে জানতো। প্রতারণার বিষয়টি জানাজানি হলে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে অভিযোগ করেন স্থানীয়রা। পরে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ সময় তার প্রতারণার কাজে র‌্যাবের মনোগ্রাম ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিন সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, সেনাবাহিনীর বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে তাকে রাজৈর থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।