ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাং নুরুল গ্রুপের চার সদস্যকে আটক করেছে র্যাব।রোববার র্যাব-২ এর এএসপি (মিডিয়া) আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান। আটককৃতরা হলো, মো. নুরুল ইসলাম (১৭), মো. লিমন (১৬), মো. রকি মিয়া (১৭) ও মো. জমির হোসেন (১৬)। র্যাবের এই কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর থানার আজিজ খান রোডের অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় কয়েকজন দুষ্কৃতিকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বিকেল ৩টার দিকে সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর সময় সংঘবদ্ধ ছিনতাইকারী সক্রিয় সদস্য কিশোর গ্যাং নুরুল গ্রুপের চার সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই স্থানীয় কিশোর নুরুল গ্যাং এর সক্রিয় সদস্য। এছাড়া তারা একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষকে তাদের সঙ্গে থাকা দেশিয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা, স্বর্ণ অলংকার, মোবাইল এবং মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। Share this:FacebookX Related posts: তিন জেলা থেকে প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ বাঁশ ঝাড়ে পরে থাকা লাশটি ‘পাঠাও’ চালকের আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেফতার জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার আশুলিয়ায় ফের গণধর্ষণ, আটক ৫ মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে অধ্যক্ষ আটক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ SHARES Matched Content অপরাধ বিষয়: ৪ সদস্য আটককিশোর গ্যাংয়েরছিনতাইয়েরপ্রস্তুতিকালে