সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

অনলাইন ডেস্ক : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে ।সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক।

এর আগে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেইটের বিপরীতের ইউ-টার্নে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহের ছেলে সৈয়দ এনামুল শাহ (৩৬)। তিনি আশুলিয়ার ডেন্ডাবর পল্লীবিদ্যুত এলাকায় পরিবারসহ থাকতেন। নিহত অপরজন হলেন বরিশাল জেলার হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে আল মামুন (২৬)। সে আশুলিয়ার জিরানী এলাকায় থাকতেন। পুলিশ জানায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খেলে মোটরসাইকেল আরোহি দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এ সময় খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে দ্রুত এ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। এবং এনামুলকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এনামুল সোমবার সকালে মারা যান।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।