সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৩ অনলাইন ডেস্ক : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে ।সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক। এর আগে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেইটের বিপরীতের ইউ-টার্নে সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহের ছেলে সৈয়দ এনামুল শাহ (৩৬)। তিনি আশুলিয়ার ডেন্ডাবর পল্লীবিদ্যুত এলাকায় পরিবারসহ থাকতেন। নিহত অপরজন হলেন বরিশাল জেলার হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে আল মামুন (২৬)। সে আশুলিয়ার জিরানী এলাকায় থাকতেন। পুলিশ জানায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খেলে মোটরসাইকেল আরোহি দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে দ্রুত এ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। এবং এনামুলকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এনামুল সোমবার সকালে মারা যান। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। Share this:FacebookX Related posts: ঈদের দিন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জীবন নিহত সাভারে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত সাভারে পুলিশ-স্বাস্থ্যকর্মীসহ আরও ৪২ জনের করোনা সনাক্ত সাভারে করোনার ভূয়া প্রত্যায়নপত্র, দুই প্রতারক আটক সাভারে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা সাভারে যাত্রীবাহী বাস খাদে আহত ১৫ সাভারে মেয়রপুত্রের কাছে সাংবাদিক লাঞ্ছিত সাভারে কাউন্সিলরের দখলকৃত জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান ঈদে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু পদ্মা সেতু দিয়ে আজও মোটরসাইকেল পারাপারের হিড়িক কোম্পানীগঞ্জের ২ যুবক দাগনভূঁঞায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: দুই বন্ধুর মৃত্যুদুর্ঘটনায়মোটরসাইকেলসাভারে