মাদারীপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : মাদারীপুরে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১২টার দিকে শহরের শকুনি লেকপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই ভুয়া ম্যাজিস্ট্রেটের নাম সাইফুল ইসলাম সেতু (২৭)। তিনি শহরের বাদামতলা এলাকার শেখ মিজানুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাইফুল সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তিনি জেলার বিভিন্ন এলাকায় গিয়ে কখনো ম্যাজিস্ট্রিট, কখনো পুলিশ আবার কখনো র্যাব পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতো। সে বেশির ভাগ সময় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন দোকানীকে সাজা দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতো। শনিবার বেলা ১১টার দিকে শহরের বড়তলা এলাকা তিনটি মুদি দোকানে গিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয় সাইফুল। প্রথমে লিয়াকত আলীর মুদি দোকানে গিয়ে তার দোকান খোলা রাখার অভিযোগ এনে ওই ভুয়া ম্যাজিস্ট্রেট ৩৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন। এরপর পাশের রুবেল ব্যাপারীর দোকানে গিয়ে ২৫ হাজার টাকা ও সামীম ব্যাপারীর দোকানে গিয়েও ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করে। পরে দোকানীরা জরিমানার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে সাইফুল দোকানীদের কাছে পণ্য চান। এরপরেই প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দোকানীরা সাইফুলকে আটকাতে চেষ্টা করলে সাইফুল কৌশলে পালিয়ে যায়। পরে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক গোলাম মওলা লেকেরপাড় থেকে প্রতারক সাইফুলকে আটক করে। এরপরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ‘ডিএসবি পুলিশ ওই প্রতারককে আটক করে থানায় হস্তান্তর করে। আমরা জানতে পেরেছি, ওই প্রতারক কখনো ম্যাজিস্ট্রিট, কখনো পুলিশ আবার কখনো র্যাব পরিচয়ে চলাচল করতো। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতো। তার বিরুদ্ধে সদর থানায় এক ব্যবসায়ী বাদী হয়ে মামলা করেছেন।’ Share this:FacebookX Related posts: মাদারীপুরে লিবিয়ায় মানব পাচার চক্রের আরো দুই সদস্য গ্রেফতার মাদারীপুরে জ্বীনের বাদশার ২ সহযোগি গ্রেফতার পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ বাঁশ ঝাড়ে পরে থাকা লাশটি ‘পাঠাও’ চালকের আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেফতার বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ মাদারীপুরে নতুন আরো ২৭ জনসহ শনাক্ত ৯৭৮ ২০০ টাকার জন্য একই পরিবারের চারজনকে খুন! রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ মাদারীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ি-ভাঙচুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতারমাদারীপুরে