ভোলার মনপুরায় হরিণের মাংসসহ শিকারী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩ অনলাইন ডেস্ক : ভোলার মনপুরায় হরিণের মাংসসহ এক শিকারীকে আটক করেছে পুলিশ। এ সময় সংঘবদ্ধ চক্রের অপর পাঁচ সদস্য পালিয়ে যায়। মঙ্গলবার দুপুর ২টার দিকে আটককৃত এক হরিণ শিকারীসহ পালিয়ে যাওয়া চক্রের অপর পাঁচ সদস্যদের বিরুদ্ধে বণ্যপ্রাণী নিধন আইনে মামলা করে পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা সদর ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশের পাকা সড়কের ওপর থেকে মাংসসহ হরিণ শিকারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃত মো. কালু (২৮) উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। পালিয়ে যাওয়া সদস্যরা হলেন, মো. শাখাওয়াত (৩৩), মো. শাহীন (২৫), সামসুল আলম (৪২), ফারুক ওরফে কালা ফারুক (২৫) ও মো. কুট্টি (৪০)। তাদের সবার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।জানা যায়, একদল শিকারী বদনার চর থেকে হরিণ শিকার করে হরিণের মাংস নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা সদর ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশে সড়কে অভিযান চালায়। সে সময় ব্যাগ হাতে একদল লোক যাওয়ার সময় পুলিশ চ্যালেঞ্জ করলে ব্যাগ ভর্তি জবাইকৃত হরিণের ১৫ কেজি মাংসসহ কালুকে আটক করে। সে সময় চক্রের অপর পাঁচ সদস্য পালিয়ে যায়। পরে পুলিশের জেরার মুখে আটককৃত হরিণ শিকারী কালু চক্রের অপর পাঁচ সদস্যের নাম জানায়। পরে পুলিশ আটককৃত কালুসহ চক্রের অপর পাঁচ সদস্যের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করে। মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারীকে আটক করে। আটককৃত হরিণ শিকারীর তথ্যে চক্রের অপর পাঁচ সদস্যসহ হরিণ শিকারীর বিরুদ্ধে বণ্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া চক্রের অপর সদস্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। Share this:FacebookX Related posts: বরিশালে অস্ত্র ও মাদকসহ এক ডজন মামলার আসামি গ্রেফতার বরিশালে র্যাবের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার ঝালকাঠিতে পরীক্ষায় নকল সরবরাহ: ভ্রাম্যমান আদালতে জরিমানা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি চাল চুরির অভিযোগে ইউপি সদস্য আটক আম্পানের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত চুরির মামলায় ৩৭ বছর পর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার লালমোহনে ১০৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক ইয়াবাসহ ৫ মাদকসেবী আটক পাথরঘাটায় ২ কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার হাতের কব্জি কর্তনের ঘটনায় গ্রেফতার ২ ১০ লক্ষ টাকার চুক্তিতে কারারক্ষী পদে চাকরি, গ্রেপ্তার ২ SHARES Matched Content অপরাধ বিষয়: ভোলারমনপুরায়মাংসসহশিকারী আটকহরিণের