চুরির মামলায় ৩৭ বছর পর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলার লালমোহনে ৩৭ বছর পর চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো. ইউনূছ (৬৫) কে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মীর খায়রুল কবীরের নির্দেশে এসআই কিশোর বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার থেকে আটক করে। আটক ইউনূছ ওই ইউনিয়নের তারাগঞ্জ এলাকার মৃত গগন মিয়ার ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর বলেন, ১৯৮২ সালে আটক ওই ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগে থানায় একটি মামলা হয়। ওই মামলার পর ইউনূছ পালিয়ে চট্টগ্রাম চলে যায়। ৩৭ বছর পর বুধবার তার এলাকায় আসার খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।