ময়মনসিংহে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজির ধাক্কায় মোঃ শফিকুল ইসলাম (৫৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের আলী নেওয়াজ ঢালীর ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।

মঙ্গলবার রাতে গফরগাঁও -ময়মনসিংহ সড়কে সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামে ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম মোটরসাইকেল করে ময়মনসিংহে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি মটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।নিহতের চাচাতো ভাই এনামুল হক লিমন ঘটনাটি নিশ্চিত করেন।