ময়মনসিংহে কিশোর গ্যাং”অনিক গ্রুপের” প্রধান রেজওয়ান মাহমুদ অনিক গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে ভালুকা বাজারে সানজিদুল হাসান মুগ্ধ’কে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কোপানোর ঘটনায় বহুল আলোচিত কিশোর গ্যাং “অনিক গ্রুপের” প্রধান রেজওয়ান মাহমুদ অনিক’কে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ। ময়মনসিংহ র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভিকটিম সানজিদুল হাসান মুগ্ধ (১৮) এর সাথে কিশোর গ্যাং লিডার মোঃ অনিক (২০) এর বিরোধ চলছিল। আসামীগন প্রায়শ ভিকটিম সানজিদুল হাসান মুগ্ধ কে উত্যক্ত করছিল। ঘটনার দিন গত ১৮ মে, সন্ধ্যায় ভালুকা পৌরসভার মেজরভিটা মোড় নামক এলাকায় আলোচিত কিশোর গ্যাং লিডার অনিক তার সহযোগী নয়ন (১৯), ইফাত (১৯) সহ আরো ৯ জন এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জন আসামী ভিকটিম সানজিদুল হাসান মুগ্ধ (১৮) এর পথরোধ করে গালাগালি শুরু করে। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে, কিশোর গ্যাং লিডার মোঃ অনিক ধারালো দা দিয়ে ভিকটিমের মাথা লক্ষ্য করে কোপ মারে। উক্ত কোপ কাধে লাগলে ভিকটিম রক্তাক্ত গুরুতর জখম হয় এবং আসামী নয়ন (১৯) এবং অপরাপর আসামী ইফাত (১৯) ধারালো খুর দিয়ে যথাক্রমে ভিকটিমের গলায় ও পিঠে পোচ মেরে কাটা রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে, স্থানীয় লোকজন মুগ্ধকে উদ্ধার করে স্থানীয় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে, গত ২২ মে ভিকটিমের পিতা মোঃ জাহাঙ্গীর আলম ফিরুজ (৬৫) বাদী হয়ে ভালুকা থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায়, র্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মে ভোরে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন সান্দিয়াইন গ্রাম থেকে কিশোর গ্যাং লিডার অনিককে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত অনিক ভালুকা পৌরসভার রাংচাপড়া গ্রামের মানিক মিয়র পুত্র। অন্যান্য আসামীদের‘কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার না ঘটে সে প্রেক্ষিতে র্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে। Share this:FacebookX Related posts: ময়মনসিংহে হেরোইনসহ আটক-১ ময়মনসিংহে গাঁজাসহ আটক-৫ ময়মনসিংহে ফেন্সিডিল ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামী আটক ময়মনসিংহে বিদেশী পিস্তুল গুলি ম্যাগাজিন ও চাপাতি উদ্ধার, আটক-১ ময়মনসিংহে ৬.৫ লিটার দেশীয় মদ, মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে ৪ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক ময়মনসিংহে ২ দুষ্কৃতিকারী গ্রেফতার ময়মনসিংহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে মাদক সম্রাট সোহেল গ্রেফতার ময়মনসিংহে হিরোইনসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: "অনিক গ্রুপের"অনিক গ্রেফতারকিশোর গ্যাংপ্রধানময়মনসিংহেরেজওয়ান মাহমুদ