ময়মনসিংহে মাদক সম্রাট সোহেল গ্রেফতার

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

অনলাইন ডেস্ক ; ময়মনসিংহ জেলার শেষ সীমানা প্রান্ত এলাকা পাগলা থানার মাদক ব্যবসার সম্রাট বিঘ্গ আদালতে বিচারাধীন ১১টি মাদক মামলার অভিযুক্ত আসামি সোহেল (৪০) পিতা মকবুল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পাগলা থানা পুলিশের টিম।

সূত্র জানায়, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া (পিপিএম) এর তত্বাবধানে পাগলা থানার কর্ম দক্ষ চৌকস অফিসার ইনচার্জ (ওসি) বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ এর দিক নির্দেশনায় এ এস আই কামরুল হাসান এক গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে গ্রেফতার অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামি কুক্ষ্যত মাদক ব্যবসার সম্রাট সোহেল কে গত পরশু গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

এদিকে আসন্ন ঈদ মার্কেট কে কেন্দ্র করে ওসি রাশেদুজ্জামান রাশেদ এর মনিটরিং তদারকিতে থানা পুলিশ দল গ্রেফতার অভিযান সহ জননিরাপত্তা দানে পুলিশি টহল ব্যপক জোরদার করেছেন বলে স্থানীয় এলাকাবাসী সচেতন মহল মন্তব্য করে জানিয়েছেন।

এলাকাবাসী সুত্রে জানা যায়, ওসি রাসেদুজ্জামান এই থানায় যোগদানের পর হতে পাগলা থানার আইনশৃঙ্খলা খুবই সন্তোষ জনক।