ময়মনসিংহে হিরোইনসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩ স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী ওয়াবদা জামে মসজিদের সামনে থেকে ৪০ গ্রাম হিরোইনসহ ১ জন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ। ময়মনসিংহ র্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এর পক্ষে ভারপ্রাপ্ত কোম্পনী অধিনায়ক মোঃ আনোয়ার হোসেন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৭ এপ্রিল দিবাগত রাত অনুমান ২.৩০ ঘটিকার সময় অধিনায়ক, র্যাব-১৪ এর নির্দেশক্রমে র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী ওয়াবদা জামে মসজিদের সামনে কাঁচা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে। তারাকান্দা থানার কাকনী গ্রামের মৃত ফজলুর রহমান খান এর পুত্র মাসুদ পারভেজ খানকে ৪০ গ্রাম হেরোইনসহ আটক করেন। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। উক্ত আসামী মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধৃত আসামীকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান। Share this:FacebookX Related posts: ময়মনসিংহে ৩ কেজি গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেলান্দহে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে হেরোইনসহ আটক-১ ময়মনসিংহে গাঁজাসহ আটক-৫ ময়মনসিংহে হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামী আটক ময়মনসিংহে ৬.৫ লিটার দেশীয় মদ, মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে ৪ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক ময়মনসিংহে ২ দুষ্কৃতিকারী গ্রেফতার ফুলপুরে ২৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে মাদক সম্রাট সোহেল গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: আন্তঃজেলাময়মনসিংহেমাদক ব্যবসায়ী গ্রেফতারহিরোইনসহ