ছাত্রলীগ নেতা মিরাজ হত্যা মামলার সব আসামি খালাস দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৩ অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ হত্যা মামলার ১২ জন আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি পিপি অ্যাডভোকেট জসীম উদ্দিন এ তথ্য জানান। খালাসপ্রাপ্তরা হলেন, জাহাঙ্গীর, মুসলিম, নুরে হেলাল মামুন, তানজিল হায়দার রিয়াজ, রিয়াজ, জহির সর্দার, মোস্তফা কামাল, হারুন প্রকাশ ডাল হারুন, রফিক উল্যাহ সোহাগ, মাসুদ, সোহেল ও রাকিব হোসেন রাজু।আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর বিকেলে কেরোয়া ইউনিয়নের ভাঁটের মসজিদের অদূরে নির্জন এলাকায় মিরাজকে কুপিয়ে ও পিটিয়ে খুন করা হয়। তার মাথা, কপাল, বুক ও পাসহ শরীরের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন ছিল। এ সময় মিরাজের সঙ্গে থাকা মাসুদ ও সোহেলকেও আঘাত করা হয়। পরে ডাক্তারি প্রতিবেদনে বলা হয়, মাসুদ ও সোহেলের আঘাত সামান্য ছিল। এদিকে, ২০১৬ সালের ০৫ মে তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন আদালতে ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এর আগে মিরাজ হত্যা মামলায় একাধিকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়েছে। মামলার প্রায় সাড়ে নয় বছর পর তদন্ত, সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আসামিদের সঙ্গে মিরাজের ব্যবসায়ীক সম্পর্ক গড়ে ওঠে। মিরাজের কাছে তাদের (আসামিদের) ব্যবসার তিন লাখ টাকা ছিল। ওই টাকা বণ্টন নিয়ে তার সঙ্গে মনোমালিন্য হয়। হত্যাকাণ্ডের দুই-তিন দিন আগে আসামিরা মামলার বাদি মিরাজের বাবা আবুল কালামের মাছের দোকানে গিয়ে হামলা করে। এ সময় তারা মিরাজের খোঁজ করে হুমকি দিয়ে চলে যান। তখন তারা কালামকে স্থানীয় একটি খাবার হোটেলে ডেকে নিয়ে ভয়ভীতি দেখান। এর তিন দিনের মাথায় ঘটনার দিন ২০১৩ সালের ১৫ ডিসেম্বর জহিরের বাড়িতে মিরাজকে ডেকে নিয়ে ব্যবসায়ীক কথাবার্তা বলেন। পরে কৌশলে তাকে মোটরসাইকেলযোগে ভূঁইয়ার হাটের দিকে নিয়ে যান। মাসুদ ও সোহেল তার সঙ্গী হন। পরে মিরাজের অবস্থান নিশ্চিতের জন্য মাসুদ ও সোহেলের সঙ্গে যোগাযোগ করেন অন্য আসামিরা। ভূঁইয়ার হাট থেকে ফেরার পথে বিকেলে কেরোয়া ইউনিয়নের ভাঁটের মসজিদের অদূরে নির্জন এলাকায় পৌঁছালে আসামিরা সংঘবদ্ধ ভাবে মিরাজকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণে মিরাজ মারা যান। তার মাথা, কপাল, বুক ও পাসহ শরীরের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন ছিল। মিরাজের সঙ্গে থাকা মাসুদ ও সোহেলকেও আঘাত করা হয়। পরে ডাক্তারি প্রতিবেদনে বলা হয়, মাসুদ, সোহলের আঘাত সামান্য ছিল। আসামিদের মধ্যে মুসলিম, তানজিল হায়দার রিয়াজ, জাহাঙ্গীর ও নুরে হেলাল মামুন শুরু থেকেই পলাতক রয়েছেন। এছাড়া মামলায় রিয়াজ, মোস্তফা কামাল, হারুন প্রকাশ, জহির সর্দার, রফিক উল্যাহ সোহাগ, রাকিব হোসেন রাজু, মাসুদ ও সোহেল বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন। পরে তারা জামিনে মুক্ত হন। এর মধ্যে তানজিল হায়দার রিয়াজ, রাকিব হোসেন রাজু ও জহির সর্দার মূল পরিকল্পনাকারী বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। মিরাজের বাবা আবুল কালাম রায়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামিদের ফাঁসি হলে মিরাজের আত্মা শান্তি পেত। আসামি রাজু, রিয়াজ ও জহির সর্দার পরিকল্পিত ভাবে অন্যদের নিয়ে আমার ছেলেকে হত্যা করেছে। আমাকে তারা আদালতে যেতে নিষেধ করছে। ডিবি পুলিশ পরিচয় দিয়ে হুমকি দিয়েছে। এতে আমি ও আমার স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। আমি আসামিদের ফাঁসির জন্য হাইকোর্টে আপিল করবো। মিরাজের ভাই রিয়াজ হোসেন বলেন, আমার ভাইকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর পর পুরো পরিবার তছনছ হয়ে গেছে। আসামিরা ডিবির ওসি পরিচয় দিয়ে আমার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। সেই কল রেকর্ডিংও আছে। তারপরও কিভাবে সবাই খালাস পায় তা বুজে উঠতে পারছি না। বাদির আইনজীবী মিজানুর রহমান মুন্সী বলেন, আমরা আদালতে হত্যাকাণ্ডের বিষয়টি সাক্ষীদের মাধ্যমে সন্দেহাতীত ভাবে প্রমাণ করেছিলাম। রাষ্ট্রপক্ষ ও আমি সুস্পষ্ট ভাবে আদালতে হত্যাকাণ্ডের ঘটনা স্পষ্ট করেছি। আশা করেছিলাম, আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। কিন্তু রায়ে সবাইকে খালাস দেয়া হয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। বর্তমানে কোনো আসামিই কারাগারে নেই। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত কয়েকজন আসামি শুরু থেকেই পলাতক রয়েছে। হত্যার ঘটনার সময় লক্ষ্মীপুরসহ দেশব্যাপী বিএনপি-জামায়াত সরকারবিরোধী ব্যাপক সহিংস আন্দোলন করেছিল। হত্যাকাণ্ডের পর দিন জামায়াত নেতা হাফেজ ইউছুফ ও শিবির নেতা পরানসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। পরবর্তীকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অব্যাহতি দেওয়ার জন্য বাদি ২০১৪ সালের ০৫ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। এ সময় তিনি একটি সম্পূরক এজাহার দেন। এতে রাজু, হারুনসহ ১০ আসামির নাম উল্লেখ করেন। এজাহারে ঘটনার সময় মিরাজের সঙ্গে থাকা মাসুদ, সোহেলকেও আসামি করা হয়। Share this:FacebookX Related posts: পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় আজ ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মাদক সেবনকারীর ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড চট্টগ্রামে ৩২ বছর পর শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় : ৫ আসামির মৃত্যুদন্ড ইয়াবা কারবারির মালামাল ক্রোক ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন: কালাম ও শাহেদ রিমান্ডে এমসি কলেজে গণধর্ষণ : মামলার সাক্ষ্য গ্রহণ পেছাল ফেনীতে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কাদের মির্জাসহ ৯৭ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন আদালতে বোমা হামলা: একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন লক্ষ্মীপুরে জোড়া খুন মামলার আরও ৪ আসামি গ্রেপ্তার SHARES Matched Content আইন আদালত বিষয়: ছাত্রলীগ নেতামামলারমিরাজ হত্যাসব আসামি খালাস