ইয়াবা কারবারির মালামাল ক্রোক

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় টেকনাফের লেদার আলোচিত ইয়াবা কারবারি আবু তাহেরের বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) বিকাল পাঁচ টার দিকে টেকনাফ মডেল থানার এএসআই কাজী সাইফ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে তার বাড়ির বিভিন্ন মালামাল ক্রোক করেন।

জানা যায়, গত ২০১৭ সনের ১৯ সেপ্টেম্বর হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের জলিল আহমদের ছেলে আবু তাহেরের (২৯) বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় জিআর ৯১৬/১৭ নং দায়েরকৃত মাদক মামলায় আদালতে উপস্থিত হয়নি। তাই কক্সবাজার আদালতের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আসামিকে হাজির করার নিমিত্তে বাড়ির মালামাল ক্রোকের হুকুম প্রদান করে। উক্ত বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ এএসআই কাজী সাইফ উদ্দিন সোমবার বিকালের ওই ইয়াবা ব্যবসায়ী আবু তাহেরে বাড়ীর মালামাল ক্রোক করেন।

এবিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ এএসআই কাজী সাইফ উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের আদেশক্রমে আবু তাহেরের মালামাল ক্রোক করা হয়েছে।