লক্ষ্মীপুরে জোড়া খুন মামলার আরও ৪ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মে ১, ২০২৩

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের বশিকপুরে জোড়া খুনের মামলায় আরও ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রোববার রাতে মামলায় ২ নম্বর আসামি মশিউর রহমান নিশান, দেওয়ান ফয়সাল, রুবেল দেওয়ান ও নাদিম হোসেন গ্রেপ্তার হন বলে র‌্যাব ১১ নোয়াখালী ক্যাম্পের ইনচার্জ লেফটেন্ট মাহমুদুল জানান।

এ নিয়ে মামলায় ৯ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। তবে এখন পর্যন্ত মামলার প্রধান আসামি কাশেম জিহাদীকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ।

এর আগে পুলিশ লক্ষ্মীপুরের বশিকপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে ৪ দিনের রিমাড মঞ্জুর করে আদালত।

গত মঙ্গলবার রাতে গুলিতে যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম নিহত হন। এ দিকে নিহত যুবলীগ ও ছাত্রলীগ নেতার এলাকায় পুলিশ পাহারায় রয়েছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে পোদ্দার বাজার বিরাহিমপুর ও নাগের হাট এলাকায় পুলিশ টহল দিচ্ছে।

বশিকপুর এলাকায় আইনশৃংখলা ঠিক রাখতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়ন করা হয়েছে।