রংপুরে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪ অনলাইন ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে আব্দুল্লাহ আল তাহির হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার সকালে রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। নিহত আব্দুল্লাহ আল তাহির পেশায় একজন প্রকৌশলী। এবং তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মামলার অপর আসামিরা হলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি মোঃ আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ উত্তম কুমার পাল, এডিসি ক্রাইম উৎপল কুমার রায়, মহানগর আওয়ামী লীগের আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম সায়াদাত হোসেন বকুল, যুগ্ম আহ্বায় মাজেদ আলী বাবুল, সাবেক মহিলা এমপি নাসিমা জামান ববিসহ পুলিশ- আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, ১৯ জুলাই বিকেলে রংপুর নগরী রামমোহন মার্কেটের সামনে ছাত্র আন্দোলনে শেখ হাসিনাসহ অন্যান্য আসামীদের নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এ সময় একাধিক গুলিতে আব্দুল্লাহ আল তাহেরের শরীরের পেটের মাঝ বরাবর গুলি ঢুকে ছিদ্র হয়ে পিঠ দিয়ে বের হয়ে যায় মামলার আবেদন এবং কিছু গুলি শরীরের লেগে যখন প্রাপ্ত হয়। এ সময় তাহির মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ তাকে ভ্যানে করে নিয়ে যায়। পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাহিরের লাশ পাওয়া যায়।উল্লেখ্য, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। Share this:FacebookX Related posts: কুড়িগ্রামে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি তরুণ নিহত ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে গোসল করতে গিয়ে সেনা সদস্যের মৃত্যু শেখ হাসিনার গাড়িবহরে হামলা: মামলা বাতিলের বিষয়ে রায় বৃহস্পতিবার নতুন অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন ‘ধর্ষণের নতুন আইন মঙ্গলবার থেকেই কার্যকর হবে’ হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫ টাকা হেলেনা জাহাঙ্গীরের ২ বছরের কারাদণ্ড ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার সেই উপ-কর কমিশনারের জামিন স্থগিত সাইবার নিরাপত্তা আইনের অনুমোদন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শৃঙ্খলা ভঙ্গ করেছেন: আইনমন্ত্রী সরকার এখন কিভাবে চলবে জানালেন আইনমন্ত্রী আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. ইউনূসের জামিন SHARES Matched Content আইন আদালত বিষয়: ৪০ জনের বিরুদ্ধে মামলারংপুরেশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ