রাজশাহীর বাঘায় মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, মে ১১, ২০২৩

অনলাইন ডেস্ক ; রাজশাহীর বাঘায় মাদকসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে পুলিশ।বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃত সীমা বেগম ও স্বামী হোসেন আলী উপজেলার চকছাতারী গ্রামের বাসিন্দা।জানা যায়, সিরাজগঞ্জ সদরের গারুদহ গ্রামের হোসেন আলীর সঙ্গে সীমা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামীকে নিয়ে বাঘা উপজেলার চকছাতারী গ্রামে বাবা সুলতান আলীর বাড়িতে চলে আসেন।

পরে তারা সু-কৌশলে মাদক ব্যবসা করে। তারা স্বামী-স্ত্রী চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছেন। গোপন তথ্যের ভিত্তিতে স্বামী-স্ত্রীকে মঙ্গলবার রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৩৭ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের নিকট থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বাঘা থানার ওসি (তদন্ত) আবদুল করিম বলেন, তারা মাদক ব্যবসার করে ফ্ল্যাট, ট্রাক ও কয়েক বিঘা জমি ক্রয় করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।