রাজশাহীতে আইপিএল ঘিরে জুয়া, আটক ৮

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত মঙ্গলবার (১৩ এপ্রিল) গোপন সংবাদেরভিত্তিতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া এলাকার হাফেজ মোল্লার ছেলে মো. রুবেল হোসেন, শ্রীরামপুর এলাকার মো. টুটুল শেখের ছেলে মো. বিশাল, চণ্ডিপুর এলাকার মো. রাজুর ছেলে মো. বুলবুল, একই এলাকার মো. আলী পান্নার ছেলে মো. তুষার আহম্মেদ, ভাটাপাড়া এলাকার মো. মাইনুল ইসলামের ছেলে মো. মিলন, বোয়ালিয়া থানার কয়েরদাড়া বিলপাড়া এলাকার মো. নাজিম শেখের ছেলে মো. স্বজল, মতিহার থানার ধরমপুর এলাকার মো. আলতাব হোসেনের ছেলে মো. আনোয়ার পারভেজ ও কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মো. জাহানের ছেলে মো. ফরিদুল ইসলাম হামিম।

মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গত মঙ্গলবার মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একে অন্যের সঙ্গে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আপিএল ক্রিকেট খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে এবং জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

তিনি আরো জানান, পরে আটককৃতদের অভিভাবকদের সাথে মহানগর পুলিশ কমিশনার কথা বলে এবং ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে মুচলেকা দিলে তাদেরকে স্ব-স্ব অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।