রাজশাহীতে পুলিশের অভিযানে ৫১ জন গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

অনলাইন ডেস্ক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১০ জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। গত ২৪ ঘন্টায় থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।

অভিযানে রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ১২ জন, মতিহার থানা ৫ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ৪ জন, শাহমখদুম থানা ২ জন, পবা থানা ৬ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ২ ও ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করে।

যাদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকসহ গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালিয়া থানা পুলিশ শহিদুল ইসলাম (৪১) কে ৬.৫ গ্রাম হেরোইনসহ, মোমিন ইসলাম ওরফে কালু ৪৮ পিস ইয়াবাসহ, ইমরান হোসেন (২৫) কে ৫০ গ্রাম হেরোইনসহ, রাজপাড়া থানা পুলিশ রিংকু (৩৬) কে ৪ গ্রাম হেরোইনসহ,মতিহার থানা পুলিশ সাকিবুল হাসান ওরফে সাকিব (১৭) কে ৪.৫ গ্রাম হেরোইনসহ, বেলপুকুর থানা পুলিশ দুলাল (৩৫) কে ৫০ গ্রাম গাঁজাসহ, রেজাউল করিম (৫০) কে ৫ গ্রাম হেরোইনসহ, ওয়াজনবী কে ২০ লিটার চোলাইমদসহ ও ডিবি পুলিশ সুমন হোসেন (২০) কে ৫০ পিস ইয়াবাসহ ও মুসলেমুল ওরফে শিমুল (৪৩) কে ৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।