সাতক্ষীরায় ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতকসহ নিহত ৪

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মে ১০, ২০২৩

অনলাইন ডেস্ক : সাতক্ষীরা খুলনা মহাসকের মির্জাপুরে তেলবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতক মেয়ে ও মাসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

নিহতরা হলেন,তানজিলা খাতুন (৪০) ও তার একদিনের শিশু কন্যা,ব্লাড ডোনার তাজিজুল ইসলাম (৩০) এবং ডালিম হোসেন।

নিহত তানজিলা খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী।নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, মঙ্গলবার নিজ বাড়িতে মেয়ে সন্তান প্রসব করেন তার স্ত্রী তানজিলা খাতুন। তবে মেয়ে ব্যাপক অসুস্থ্য হয়ে পড়ায় এ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছিল মা ও মেয়েসহ আত্মীয়কে। পথিমধ্যে মির্জাপুরে দুর্ঘটনার কবলে পড়ে তারা মারা যান।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা গামী মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে ঘটনাস্থলে মা ও মেয়ে এবং সাতক্ষীরা মেডিকেলে এসে ডালিম হোসেন নামের আরো একজন মারা যান।

সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম সর্বশেষ জানান, সাতক্ষীরা মেডিকেলের তিনজন ছাড়াও খুলনা মেডিকেলে তাজিজুল ইসলাম নামের আরেক ব্লাড ডোনার মারা গেছেন। এই নিয়ে সড়ক দুর্ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন।