দিনাজপুরে ১৪ মামলার আসামী আটক

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মে ১০, ২০২৩

অনলাইন ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দরে মাদকদ্রব্যসহ ১৪ মামলার আসামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধা সাড়ে ৬ টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধা আনুমানিক সাড়ে ৬ টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় একটি মুদির দোকানের সামনে মাদক বিক্রির সময় এস আই আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী সাদেক আলী (৩৪) কে ২ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। সে রাণীপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর নামে জেলার বিভিন্ন থানায় মোট ১৪ টি মাদক মামলা রয়েছে।