দিনাজপুরে ইয়াবা ও গাজাসহ যুবক আটক

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০

অনলাইন ডেস্ক : দিনাজপুরে র‌্যাব সদস্যদের অভিযানে ২৬৩টি ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাজা সহ ১ জনকে আটক করা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় র‌্যাব সদস্যদের পক্ষ হতে একটি মামলা দায়ের করা হয়।

দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্প এর সহকারী পরিচালক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে র‌্যাব সদস্যদের একটি টিম দিনাজপুর-১০ মাইল রোডে অভিযান চালায়।

এসময় এক যুবককে আটক করে তার শরীর তল্লাশী করে ২৬৩ পিস ইয়াবা ট্যাবলেট ও তার নিকটে থাকা ১টি পোটলায় ১ কেজি গাজা উদ্ধার করা হয়। আটক যুবক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার করনাগ্রামের ইসমাইল হোসেনের পুত্র শরিফুল ইসলাম (২৭)।

বৃহস্পতিবার আটক শরিফুলকে কাহারোল থানায় সোপর্দ করে র‌্যাব সদস্যদের পক্ষ হতে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার বিকেল ৫টায় শরিফুলকে দিনাজপুর জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।