দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ছোট মাগুড়া গ্রামে বৃহস্পতিবার ভোর রাতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- গাইবান্দা জেলার সাদুল্যাপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (২৮) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হামিদ আলীর ছেলে ওয়াজেদ আলী (৩০)। পুলিশের দাবি, তারা দুজনেই আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌহানের ভাষ্য, বুধবার রাতে নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওয়াজেদ আলী ও রফিক আলীকে আটক করে। তাদের সাথে নিয়ে ডাকাতদলের অন্যান্য সদস্যদের আটক করতে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে মাগুড়া গ্রামে যায়। এ সময় ডাকাতরা তাদের সর্দারদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। ওসির দাবি, এক পর্যায়ে ডাকাতদের গুলিতে ওয়াজেদ ও রফিক নিহত হয়। এছাড়া নবাবগঞ্জ থানার চার পুলিশ সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলি উদ্ধারের কথাও জানায় পুলিশ। Share this:FacebookX Related posts: দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত সর্দার’ নিহত দিনাজপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক বিরামপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত দিনাজপুরে ইয়াবা ও গাজাসহ যুবক আটক পঞ্চগড়ে ৩ মাদকব্যবসায়ীসহ আটক-৭ নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত মাগুরায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত দিনাজপুরে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত নন খাটের নিচ থেকে টিসিবির বিপুল পরিমাণ সোয়াবিল তেল উদ্ধার, আটক ২ পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত : অস্ত্র উদ্ধার পঞ্চগড়ে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক ফেনসিডিলসহ দুই নারী আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ’ ২ ‘ডাকাত’ নিহতদিনাজপুরেবন্দুকযুদ্ধে