দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ যুবক গ্রেফতার

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ যুবককে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শাহ্ ইফতেখার আহমেদ।
তিনি জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের কর্নাই কাটাপাড়া ব্র্যাক আটা মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার উত্তর গোসাইপুর গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে মো. জাহিদুল (৩২),মৃত আব্বাস আলীর ছেলে রুবেল হোসেন (৪০), উত্তর বংশিপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আনারুল ইসলাম (৩০) ভবানীপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে মো. সিয়াম হোসেন (২৪) ও মেদ্দাপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. সজল ইসলাম (২৫)।

বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতাররা সবাই মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ এলাকায় তাদের বিরুদ্ধে আরও একটি সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে। দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় সংঘর্ষ বেঁধে যায়। গ্রেফতার মুসার নামে ৯টি ও তার সহযোগী শাহাজাহানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

এসময় তাদের কাছ থেকে কাঠের হাতলওয়ালা একটি চাইনিজ কুড়াল, তিনটি বিভিন্ন ধরনের লম্বা চুরি, একটি হাঁসুয়া, দুটি টর্চলাইট ও দুটি লাইলনের রশি উদ্ধার করা হয়।