ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি মিরাজ হোসেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মে ১০, ২০২৩ অনলাইন ডেস্ক : ২০২৩ সালের এপ্রিল মাসের সার্বিক বিবেচনায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিরাজ হোসেন। ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম-সেবা) গতকাল সোমবার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি মোঃ মিরাজ হোসেনের হাতে সেরা ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলালউদ্দিন ভুইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন কর সহ জেলার বিভিন্ন থানার ওসি ও পুলিশ উপস্থিত ছিলেন। নগরকান্দা থানার ওসি মোঃ মিরাজ হোসেন হোসেন বলেন, এই স্বীকৃতি আমাকে আরো আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। Share this:FacebookX Related posts: ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন শহিদুল ইসলাম ফরিদপুর পৌরসভায় করোনাকালীন সময়ে ভ্রাম্যমাণ শাকসবজি বিক্রয় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সেলিম রেজা টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন কালিহাতী থানার আজিজ ফরিদপুরে ঘর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার বাসাইলে নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু মনোহরদী পৌরসভায় আ’লীগ প্রার্থী সুজন নির্বাচিত তুরাগে প্লাষ্টিক কারখানায় আগুন ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ভ্যানচালক নিহত দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩ ফতুল্লায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ ন্যায্য মজুরি পাচ্ছেন না মাদারীপুরের চাতাল শ্রমিকরা SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: জেলারফরিদপুরমিরাজ হোসেনশ্রেষ্ঠ ওসি