ভৈরবে ১১ জন চিহ্নিত ছিনতাইকারী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৩ অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জ ভৈরবে চিহ্নিত ১১ জন ছিনতাইকারীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। ৭ মে রোববার মধ্যরাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার হৃদয় মিয়া, আশ্রাফুল আলম নিপুন, সুজন মিয়া, রাজিব মিয়া, ভূবন মিয়া, সুমন মিয়া, গাছতলা ঘাট এলাকার তুরণ মিয়া, আশিক মিয়া, বিপ্লব মিয়া, চণ্ডিবের এলাকার মারুফ মিয়া ও কুলিয়ারচর উপজেলার বরখারচর এলাকার আব্দুর রহমান। ভৈরব থানা পুলিশ সূত্রে জানা যায়, কিছু দিন যাবত ভৈরবের বিভিন্ন স্থানে ছিনতাই ও চুরির ঘটনা ঘটে যাচ্ছে। এতে করে ভৈরব সচেতন মহল ভৈরব পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন মাধ্যমে। অপর দিকে থানা পুলিশ প্রতিদিনই ছিনতাইকারীসহ বিভিন্ন আসামি আটক করে জেল হাজতে প্রেরণ করছে। কিন্তু কিছু দিন যেতে না যেতেই তারা জামিনে চলে আসে। ভৈরব থানা পুলিশ ৭ মে রোববার মধ্যরাতে ভৈরবের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করে চিহ্নিত ১১ জন ছিনতাইকারীকে আটক করে। ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ভৈরববাসীর শান্তির লক্ষ্যে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ৭ মে মধ্যরাতে ভৈরবের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করি। এতে করে ভৈরবের ছিনতাইসহ বিভিন্ন মামলার ১১ জন আসামিকে আটক করি। আজ ৭ মে রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান। Share this:FacebookX Related posts: ভৈরবে ১৪৮০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক স্বর্ণসহ বিমানবন্দরের ৩ পরিচ্ছন্নতাকর্মী আটক মানি লন্ডারিং মামলায় ক্যাসিনো খালেদসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার: ২ মাদক ব্যবসায়ী আটক পাপিয়াকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ এনু-রুপনের বাসায় মিলল সাড়ে ২৬ কোটি টাকা, এক কেজি স্বর্ণালঙ্কার সাহাবউদ্দিনের এমডিকে পুলিশে হস্তান্তর টঙ্গীতে মাদকসহ একজন গ্রেপ্তার নগরকান্দায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কামরাঙ্গীরচরে জাল টাকার মিনি কারখানা কলেজছাত্র হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন মুন্সীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ১১ জনচিহ্নিতছিনতাইকারী আটকভৈরবে